,

লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

সময় ডেস্ক ॥ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে আছেন তিনি। তার ব্যক্তিগত সহকারী কামরুল হক জানিয়েছেন, সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার অসুস্থবোধ করছিলেন। শুক্রবার সকালে তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গতকাল সন্ধ্যায় তার অবস্থার অবনতি হয়। রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসকেরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। কামরুল হক আরও জানান, চিকিৎসকেরা সুরঞ্জিত সেনগুপ্তকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকেরা যখনই বলবেন, তখনই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থতার খবর শুনে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা গত রাতে হাসপাতালের বাইরে ভিড় করেন।


     এই বিভাগের আরো খবর