,

নবীগঞ্জে আইনশৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত : ওরস ও ওয়াজ মাহফিল পালনে প্রশাসনিক অনুমতি নেয়ার আহবান

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটি ও মাসিক সমন্বয় সভা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথিন্দ্র দেব, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, পূর্ব বড় ভাকৈর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের ও মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ সইফা রহমান কাকলী। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন বীরপ্রতীক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাইদ এওলা, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, জাবেদুল আলম সাজু, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারিক, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নবীগঞ্জ প্রেসক্লাবের (একাংশের) সভাপতি মুরাদ আহমদ, (একাংশের) সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, অপর অংশের সভাপতি এমএ আহমদ আজাদ প্রমূখ। সভার শুরুতে সাবেক রেল মন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের স্ত্রী জাহানারা জামান, হবিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবুর ছোট ভাই আব্দুল মুমিদ চৌধুরী মাখনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান তার বক্তব্যে মাদক ও জঙ্গি তৎপড়তা বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার তার বক্তব্যে ইসলামী জলসা, ওরস ও ওয়াজ মাহফিল পালনে প্রশাসনিক অনুমতি নেয়ার আহবান জানান। সভায় আইন শৃংখলা কমিটিতে সদস্য হিসেবে নবীগঞ্জ প্রেস ক্লাবের অর্ন্তভূক্তি ও বিভক্ত প্রেসক্লাব প্রসঙ্গে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সইফা রহমান কাকলী। পরে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী নবীগঞ্জ প্রেস ক্লাবের বিষয়টি পরবর্তীতে দেখার সিন্ধান্ত নেন।


     এই বিভাগের আরো খবর