,

শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী হাইস্কুলের পুর্নমিলনী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের (২০০৯-২০১৪ ব্যাচ) প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে। গত ২৩ ডিসেম্বর সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল প্রাঙ্গনে স্কুলের ২০০৯ থেকে ২০১৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এবং সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতায় পূর্নমিলনী অনুষ্ঠনের শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাষ্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও মোঃ আব্দুর রকিবের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পুর্নমিলনী উদযাপন কমিটির সভাপতি ও স্কুলের প্রাক্তন ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, শুভেচ্ছা বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুশ শহীদ, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর ফারুক তালুকদার, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর শায়েস্তাগঞ্জ শাখার ম্যানেজার মোঃ এনামুর রহমান, কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, ডাঃ আব্দুল মোত্তালিব, প্রভাষক জালাল উদ্দিন রুমী, সাংবাদিক মইনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ডাঃ শামসুর রহমান, ইয়াসির খান, আব্দুল জলিল, স্কুলের শিক্ষক মন্ডলীর মধ্য হতে আবিদা খাতুন, শাফিয়া খাতুন, আমিনুল ইসলাম, সফিকুর রহমান। অনুষ্ঠানে ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল এর প্রাক্তন শিক্ষার্থী যারা বর্তমানে বিভিন্ন বিশ^বিদ্যালয় সহ মেডিকেল কলেজে অধ্যায়নরত উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে অনন্দঘন পরিবেশে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রঃ অনুষ্ঠিত হয়। পুর্নমিলনী উদযাপন কমিটি কর্তৃক প্রকাশিত স্মরনিকা ম্যাগাজিন উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর