,

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১৩ নং এলাকার পরিচালক পদে শফিকুর রহমান নির্বাচিত

তোফাজ্জল হোসেন ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১৩ নং এলাকার (নবীগঞ্জ ইউনিয়ন/পৌরসভা, বাউসা, কালিয়ারভাঙ্গা, পশ্চিম বড় ভাকৈর, পূর্ব বড় ভাকৈর, করগাঁও ও কুলঞ্জ) এলাকার নির্বাচন গতকাল সোমবার সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ শফিকুর রহমান চেয়ার মার্কা নিয়ে ৮ শত ২৯ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধি মিজানুর রহমান চৌধুরী ছাতা মার্কা নিয়ে পেয়েছেন মাত্র ৫২ ভোট। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক (অর্থ) সুবল চন্দ্র গুপ্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্ণিং অফিসার এর দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোঃ মুমিনুল ইসলাম, সৌরভ কুমার সাহা ও মোহাম্মদ আব্দুল মজিদ এবং পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারিক। নির্বাচন চলাকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন পর্যবেন করেন নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক সেলিম তালুকদার, নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুরাদ আহমদ, উপজেলা খেলাফত মজলিশের সাধারন সম্পাদক মুফতি ফয়সল তালুকদার, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।


     এই বিভাগের আরো খবর