,

গজনাইপুরে কে.এস.এল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত : দেবপাড়া ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন

ছনি চৌধুরী ॥ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনার গজনাইপুর ইউনিয়নে কে.এস.এল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে কে.এস.এল এর ২য় আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গজনাইপুর ক্রিকেট ক্লাব বনাম দেবপাড়া ইউনাইটেড ক্রিকেট ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দেবপাড়া ইউনাইটেড ক্লাব ১৫ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৫২রানের ও বিশাল টার্গেট ছুড়ে দেয় দলটি। পরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে গজনাইপুর ক্রিকেট ক্লাব পড়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন অভিজ্ঞ খেলোয়াড় ইমন তুলে নেন নিজের অর্ধশতক রান কিন্তু দেবপাড়া ইউনাইটেড ক্লাবের ভালো বোলিং এর কারণে ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে গজনাইপুর ক্রিকেট ক্লাব। ১৫ রানের জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় দেবপাড়া ইউনাইটেড ক্লাব। পরে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও ক্রিয়াবীদ মুকিম চৌধুরী ও বিশেষ অতিথি সৈয়দ আহমদের হাত থেকে রানার্স আপ পুরস্কার গ্রহণ করেন গজনাইপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক আল-আমিন, পরে ম্যাচ সেরার পুরস্কার গ্রহন করেন বিজয়ী দলের খেলোয়াড় তোফায়েল আহমেদ, টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি হিসেবে পুরস্কার গ্রহন করেন রানার্স আপ দলের খেলোয়াড় সৈয়দ তানভীর, টুর্নামেন্টের সেরা রান করার পুরস্কার গ্রহন করেন ফখরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ সাজু কে.এস.এল পরিচালনা কমিটির পরিচালক শাহ তপু, ছনি চৌধুরী, মাহিন চৌধুরী, কিবরিয়া আহমেদ, জালাল আহমেদ, সজিব আহমেদ জয়, মাহফুজুর রহমান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর