,

লেবার পার্টির ফ্রেন্ডস অফ বাংলাদেশ ভিজিট প্রোগ্রামের সফরে নবীগঞ্জে ব্রিটিশ পার্লামেন্টের ৩ এমপি

মুরাদ আহমদ ॥ লেবার পার্টির ফ্রেন্ডস অফ বাংলাদেশ ভিজিট প্রোগ্রামের সফরের অংশ হিসেবে গতকাল সোমবার নবীগঞ্জে আসেন ব্রিটিশ পার্লামেন্টের ৩ এমপি। তারা হলেন, জনাথন এসোওয়ার্থ এমপি, গণপূর্ত ও গৃহায়ণ বিভাগের ছায়া মন্ত্রী রুপা হোক এমপি ও আর্টি হন ডেম রোজি এমপি। এছাড়াও তাদের সফর সঙ্গী হিসাবে বাংলাদেশে আসেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর প্রধান পরিচালক হাওয়ার্ড ডেবার, লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ(এলএফবি) এর সাধারন সম্পাদক সৈয়দ আবুল বাশার ও লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ (এলএফবি) এর সদস্য ও সমন্বয়কারী মোঃ আব্দুল হাই। বাংলাদেশ সফরের অংশ হিসেবে গতকাল তারা নবীগঞ্জে আসেন এবং উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রাম ঘুরে পল্লী এলাকার জন সাধারনের জীবন যাত্রার খোঁজ খবর নেন। জানা যায়, লেবার পার্টির ফ্রেন্ডস অফ বাংলাদেশ ভিজিট প্রোগ্রামের সফরে গত ১২ ফেব্র“য়ারী ঢাকায় আসেন ব্রিটিশ পার্লামেন্টের এই ৩ এমপি। বাংলাদেশ সফরে তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ ভবন ও বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করবেন এবং আগামী ১৮ই ফেব্র“য়ারী লন্ডন চলে যাবেন। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সাথে আলাপ করবেন। এছাড়া তারা বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন বলে জানাগেছে। গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রাম ঘুরে পল্লী এলাকার জন সাধারনের জীবন যাত্রা নিয়ে লোকজনদের সাথে কথা বলেন এবং গ্রামের হত দরিদ্র পরিবারের লোকজনের কাছে গিয়ে তাদের কথা খুবই মনযোগ সহকারে শুনেন। এ সময় সফরকারীদের টিম লিডার জনাথন এসোওয়ার্থ এমপি বলেন, বাংলাদেশের গ্রামের পরিবেশ ও মানুষের অতিথি পরায়নতা আমাকে ও আমার সফর সঙ্গীদের খুবই মুগ্ধ করেছে। আমরা অবাক হয়েছি পল্লী গ্রামে এতো সুন্দর মনের মানুষদের বসবাস করতে দেখে। আমরা দেশে ফিরে গেলেও তাদের কথা মনে থাকবে বহুদিন। ব্রিটিশ ৩ এমপির সম্মানে লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার সৈয়দুর রহমান ও আউশকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানের বাড়িতে এক চা চক্রের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, আউশকান্দি ইউপি চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, দেবপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফফরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল মুকিত চৌধুরী, কাজী সাহেদ বিন জাফর, সাংবাদিক এম এ আহমদ আজাদ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর