,

প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী’র স্বপ্ন বাস্তবায়নে গোপলানদীতে ব্রীজ নির্মাণে অর্থ প্রতিমন্ত্রীর আশ্বাস : দিনারপুর পরগনায় আনন্দের বন্যা

স্টাফ রিপোর্টার ॥ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ,মান্নান এম,পি কর্তৃক নবীগঞ্জের ঐতিহ্যবাহী অঞ্চল দিনারপুর পরগনার ইমামগঞ্জ বাজারে গোপলা নদীর উপর ব্রীজ নির্মাণের ঘোষণা দেয়ার সাথে সাথে ইমামগঞ্জ বাজার সহ সমগ্র পরগনা জুড়ে আনন্দের বন্যা বইছে। সরকারের শীর্ষব্যক্তি কর্তৃক এ এলাকার জনমানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরনের আশ্বাস পেয়ে এ অঞ্চলের সর্বস্তরের মানুষজন আজ আনন্দে উদ্বেলিত, আত্মহারা। দেবপাড়া ইউনিয়নের ইমামগঞ্জ বাজার তৎসংলগ্ন পূর্ব দেবপাড়া, উত্তরদেবপাড়া, কবুলেশ্বর, দেবপাড়া, ওপারে ইসলামপুর গ্রামবাসী সহ গজনাইপুর ইউনিয়নবাসী তথা মৌলবীবাজার জেলার পুদিনাপুর সহ বিভিন্ন এলাকার জনগনের একমাত্র অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে উঠবে এই ইমামগঞ্জ বাজারের ব্রীজ। এলাকার বিভিন্ন শ্রেনীপেশার লোকজনের সাথে আলাপ কালে তাদের প্রতিক্রিয়ায় জানা যায়, বাংলাদেশের রাজনীতির পুরোধা ব্যাক্তিত্ব, মুক্তিযোদ্বের কিংবদন্তী সংগঠক, সাবেকমন্ত্রী, প্রয়াত সাংসদ, জননেতা দেওয়ান ফরিদ গাজী এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা চিন্তা করে গোপলানদীতে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুতে তা আর সফলতার মুখ দেখেনি। বাস্তবায়িত হয়নি বৃহত্তর সিলেটাঞ্চলের চারণ রাজনীতিবীদ দেওয়ান ফরিদ গাজী’র স্বপ্ন। কিন্তু তা সফল বাস্তবায়নে তাঁর সুযোগ্য সন্তান নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকা, হবিগন্জ -১, থেকে ২০১৪’র, দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গাজী মোহাম্মাদ শাহনেওয়াজ মিলাদ গাজী প্রানপণ প্রচেষ্টা চালিয়ে আসছেন যার ফলশ্র“তিতে গত ১২ ফেব্রুয়ারি’ ২০১৭, রবিবার, ইমামগঞ্জ বাজারঘাটস্থ গোপলা নদীর পাড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভাটি বাংলার বর্তমান সিংহ পুরুষ এম,এ,মান্নান এম,পি কে নিয়ে হাজির হন দীর্ঘকাল থেকে উন্নয়ন বন্চিত গোপলা নদীর তীরবর্তী জনসম্মুখে। প্রতিমন্ত্রী এলাকার দূর্ভোগক্লীষ্ট জনগনের দুঃখের কাহিনী শ্রবণ করে ব্রীজ নির্মাণস্থল পরিদর্শন শেষে এসে হাজির হন সভাস্থলে। যেখানে প্রতিমন্ত্রী মহোদয় কে সম্মান প্রদর্শন সহ জনতার দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ণগোচরে পৌঁছে দেয়ার লক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সভার সভাপতি প্রয়াত জাতীয় নেতা দেওয়ান ফরিদ গাজী তনয় গাজী মোহাম্মাদ শাহ নেওয়াজ সহ বিভিন্ন বক্তার ইমামগঞ্জ বাজারঘাটস্থ গোপলা নদীতে ব্রীজ নির্মান সহ নবীগঞ্জ উপজেলার সকল রাস্তাঘাট নির্মান ও পূনঃনির্মাণের দাবী উথ্বাপন করলে মন্ত্রী তাঁর বক্তব্যে স্বভাব সুলভ ভাষায় প্রয়াত জাতীয় নেতা বীর মুক্তিযোদ্বা দেওয়ান ফরিদ গাজী’র জাতীয় ও আঞ্চলিক রাজনীতি তথা ভাষা আন্দোলন ও সুমহান মুক্তিযোদ্বে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্বাভরে স্মরন করে ঘোষণা দেন, চলতি বছরেই দেওয়ান ফরিদ গাজী ‘র অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে ইমামগঞ্জ বাজার ঘাটে গোপলানদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্রীজ নির্মাণ করবে। এ ঘোষণার সাথে সাথেই দিনারপুর পরগনায় বইছে আনন্দ আর খুশির বন্যা।


     এই বিভাগের আরো খবর