,

আউশকান্দিতে জেনারেল আতাউল গনি ওসমানী স্মৃতি পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদদাতা \ বাংলার স্বাধীনতার অর্জনকারীর বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী স্মৃতি পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রধান, বিশেষ, আমন্ত্রিত ও সংবর্ধিত ব্যক্তিদের আউশকান্দি র, প উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল সম্মান প্রদর্শন করে। শিক্ষা, স্বাস্থ্য ও চেতনায় মুক্তিযোদ্ধার স্লোগানকে সামনের রেখে অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বি.এম এর সভাপতি আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সেক্টর মুক্তিযোদ্ধা ফোরামের সভাপতি (এম এ জি ওসমানীর ভাগনা) এডভোকেট সারোয়ার আহমদ আবদাল, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর সহধর্মীনি ও সিলেট সেক্টর মুক্তিযোদ্ধা ফোরামের সহ সভাপতি মারিয়ান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ এস এম আতাউর রহমান, ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, প্রভাষক ইকবাল বাহার তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী বাবু বলেন, কর্ণেল আতাউল গণি ওসমানী ছিলেন বাংলাদেশের ইতিহাস। তিনি দেশ প্রেমিক, সৎ ও আদর্শবান ছিলেন। আমি আজ এত আনন্দি যে, আপনাদের বলে বুঝানো যাবে না। তিনি তার নিজস্ব তহবিল থেকে ২০ হাজার টাকার একটি অনুদান প্রদানের ঘোষণা প্রদান করেন। জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, জেনারেল আতাউল গণি ওসমানীর অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে। যারা ওসামানীকে নিয়ে বিরোধীতা করে তারা স্বাধীনতার অপশক্তি।


     এই বিভাগের আরো খবর