,

হবিগঞ্জে ইনডোর স্টেডিয়াম নির্মাণ হবে-এমপি আবু জাহির এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্ধোধনী ম্যাচে উত্তরণ সংসদের বিশাল জয়

হবিগঞ্জ প্রতিনিধি\যুক্তরাজ্য হবিগঞ্জ সদর সমিতি এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন উত্তরণ সংসদ অন্তরঙ্গ স্পোটিং ক্লাবকে ১২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উত্তরণ সংসদের অধিনায়ক রিন্টু রায়। উত্তরণ সংসদের ঝড়ো ব্যাটিংয়ে শুরু থেকেই দিশেহারা হয়ে পরে অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাব-এর বোলাররা। ৪০ ওভারের ম্যাচে ৩৯ ওভার ৪ বলে ২৪৩ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় উত্তরণ সংসদ। উত্তরণ সংসদের পক্ষে সর্বোচ্চ রান করে ফয়সল ৪৯, লিটন ৩৮, করিম ২৯, সাইদুর ২৮, সোহাগ ২২। অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাবের রাজু ৩টি, ঝন্টু ও তৌফিক ২টি করে উইকেট লাভ করে। পরে মধ্যাহ্ন বিরতির পর ২৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে অন্তরঙ্গ স্পোটিং ক্লাব। তারা ৩৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজু ৩৩ ও ঝন্টু ১৭ রান সংগ্রহ করে। উত্তরণ সংসদের পক্ষে এপু, লিটন ও রাব্বি ২টি করে উইকেট লাভ করে। খেলা পরিচালনা করেন এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু ও খোকন তালুকদার। আজ সকাল ৯টায় মুখোমুখি হবে মর্ডান ক্লাব বনাম শাপলা সংসদ। এর আগে গতকাল সকালে প্রধান অতিথি হিসাবে লীগের উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রিকেটার নাজমূল হোসেন ও যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মর্তুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল বারী আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বদরুল আলম, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, ইব্রাহিম খলিল সোহেল, হুমায়ুন কবির চৌধুরী সাহেদ ও সাধারণ পরিষদের সদস্য হুমায়ুন খান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, শীঘ্রই আধুনিক স্টেডিয়ামের অবশিষ্ট গ্যালারীর কাজ সম্পন্ন করে স্টেডিয়ামটিকে আরও আধুনিকায়ন করা হবে। পাশাপাশি যাতে সারা বছরই খেলাধূলা করা যায় তার জন্য একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি নাজমুলের মতো জাতীয় ক্রিকেটার হওয়ার জন্য তরুণদেরকে আহবান জানান। যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির পৃষ্টপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় লীগে ৮টি দল অংশগ্রহণ করছে।


     এই বিভাগের আরো খবর