,

আইনমন্ত্রী এডভোকেট আনিছুল হক আগামী ৫ বছরে পদ্মাসেতু নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন করবে সরকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগেimage_102675-300x183র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আলমগীর ভূইয়া বাবুলের গ্রামের বাড়ী আখাউড়া উপজেলার তুলাই শিমূল গ্রামে আইনমন্ত্রী এডভোকেট আনিছুল হক এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার গ্রামের মাদ্রাস মাঠে এই অনুষ্ঠানের প”ষ্টপোষক ও বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল। আরও বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া পৌরসভার চেয়ারম্যান কাজল খলিফা। প্রধান অতিথির বক্তব্যে,  আইনমন্ত্রী এডভোকেট আনিছুল হক এমপি বলেন, পদ্মা সেতু নিয়ে কোন ধরনের দুর্নীতি হয়নি। এই সরকাকর নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করবে। পাশাপাশি ৫ বছরে আখাউড়াসহ সাড়া দেশেই ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্থবায়ন করবে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। এই লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় ঈদ ও পূজা সারাদেশে একই সময়ে শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও কুটনৈতিক সফলতার জন্য বিদেশেও দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। এরই ফসল হিসাবে বাংলাদেশের স্পীকার কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল বলেন, রাজনীতির মাধ্যমে আমরা জনগনের সেবা করি। আওয়ামীলীগ জনগন থেকে সৃষ্টি হওয়ায় সংগঠন জনগনের কল্যানে আন্তরিকভাবে কাজ করে। আমি কর্মজীবনে হবিগঞ্জে স্থায়ীভাবে বসবাস করলেও নারীর টানে নিজ গ্রামে এ ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি এলাকার উন্নয়নে আইন মন্ত্রী এডভোকেট আনিছুল হক এমপির আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।


     এই বিভাগের আরো খবর