,

যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনাশাহজীবাজার দরগা গেইট এলাকায় ঝুকিপূর্ণ ব্রীজ

জুয়েল চৌধুরী \ ঢাকা-সিলেট রেলওয়ে সড়কে শাহজীবাজার দরগা গেইট এলাকায় একটি ব্রীজ ঝুকিপূর্ণ রয়েছে। যেকোন সময় এটি ভেঙ্গে পড়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে ওই ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষ কোন মেরামতের ব্যবস্থা নিচ্ছে না। প্রতিদিন জয়ন্তিকা, পারাবত, কালনী, উপবন, উদয়ন, পাহারিকা, সুরম, জালালাবাজ ও মালগাড়িসহ ১৫টির ও বেশি ট্রেন চলাচল করতে এই ঝূকিপূর্ণ ব্রীজ দিয়ে। কিন্তু যখন ট্রেন ঝুকিপূর্ণ ব্রীজটি অতিক্রম করে তখন রেল লাইনের শিক্ষক ও স্লিপারগুলো লড়েচড়ে। তাই এলাকাবাসী মনে করছেন ব্রীজটি ভেঙ্গে পড়ে শুধু রেল ট্রেন ও মানুষ ও আশেপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হবে। ঘটতে পারে মারাত্মক ধরণের দুর্ঘটনা। এলাকাবাসী আশঙ্কা করছেন এ ঘটনায় অনেকের প্রাণহানীও ঘটতে পারে। গতকাল সরেজমিনে এই ব্রীজটি ঝুকিপূর্ণ দেখা যায়। এ ব্যাপারে, শাহজীবাজার ষ্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান, শায়েস্থাগঞ্জ ষ্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করার জন্য। তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপরে, উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি অনতিবিলম্বে ব্যবস্থা নিচ্ছেন।


     এই বিভাগের আরো খবর