,

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ মহিলাসহ আহত প্রায় শতাধিক

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে ইউপি নির্বাচনে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর লোকদের সংঘর্ষে মহিলাসহ শতাধিক আহত হয়েছে। আহত সূত্র জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার ও তার ভাতিজা নলীউর রহমান তালুকদার অংশগ্রহন করে পরাজিত হন। নির্বাচনের পর তারা দু’জনই পরাজয়ের জন্য একে অপরকে দোষারোপ করেন। পরবর্তীতে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ইতোপূর্বে কয়েকবার সংঘর্ষ হয়। কিছুদিন পূর্বে গ্রামের একটি প্রজেক্ট নিয়ে উভয়পক্ষের লোকজনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের পক্ষের মোশাহিদ মিয়ার ছেলে ও নলীউর রহমান তালুকদারের পক্ষের নুর মিয়ার ছেলের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে এ নিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘষের্র পর আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন আমির হোসেন, মান্না মিয়া, শাহিন মিয়া, মুহিত মিয়া, বাচ্চু মিয়া, নুর মিয়া, জালাল মিয়া, আব্দাল শিয়া, মুশফিক মিয়া, সোনা মিয়া, সালেহ আহমেদ, মোতাহার মিয়া, বাবুল মিয়া, ডালিম মিয়া, জিতু মিয়া, তৈয়ব আলী, সৈকত মিয়া, সোহাগ মিয়া, সুমন মিয়া, জিয়াদুল ইসলাম, মরহম আলী, শাহেদ আলী, ফয়সল, শাহজাহান মিয়া, ফজল মিয়া, জিয়াউর, হাফিজুল, আহম্মদ মিয়া, জিলু মিয়া, মুহিতা বেগম, সুবিনয়, মুবিনা আক্তার, সুবিনা আক্তার, তানিয়া আক্তার, রোভা আক্তার, রুবেল মিয়া, বাচ্চু মিয়া, কুহিনুর, ফাহিম, হেকিম, হেকমত, রাসেল মিয়া, সজিব মিয়া, রুসেল মিয়া, টিনু মিয়া, আব্দুস সালাম, রাহেলা বেগম, আদনান মিয়া, বাবুল মিয়া, মহিদুল ইসলাম। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি জানান, আলী আমজাদ তালুকদার ও নলীউর রহমান তালুকাদারের পূর্ব বিরোধের জের ধরে সংঘষের্র ঘটনা ঘটে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর