,

নবীগঞ্জে বাদশা মিয়া ফাউন্ডেশনের ২২তম শিক্ষা বৃত্তি বিতরণ ও গুণীজন সম্মাননা

সংবাদদাতা ॥ শিক্ষিত জাতি দেশের সম্পদ শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ক্ষেত্রে বাদশা মিয়া কল্যাণ ট্রাষ্টের বিগত ২২ বছরের কার্যক্রম শিক্ষার মানউন্নয়নে একটি গৌরবময় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত বিকেলে দীঘলবাক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাদশা মিয়া ফাউন্ডেশন ইউকে কর্তৃক পরিচালিত বাদশা মিয়া শিক্ষা কল্যাণ ট্রাষ্টের ২২তম শিক্ষা বৃত্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন নবীগঞ্জ বাহুবল সংসদীয় আসনের এমপি. এম এ মুনিম চৌধুরী বাবু। দীঘলবাক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আশ্বব আলীর সভাপতিত্বে শিক্ষক হামিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতেই বাদশাহ মিয়া ফাউন্ডেশন ইউকে.র প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব নবীগঞ্জ রতœ আবুল কালাম আজাদ ছোটন স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, দীঘলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ (এওলা মিয়া), বিবিয়ানা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও গবেষক এম.শহিদুজ্জামান চৌধুরী ও এস.এম লিমনের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক শাহ আবুল খায়ের, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা দেওয়ান কয়েছ গাজী, পোয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুপা ইসলাম নিলু, ইউপি সদস্য ফখরুল ইসলাম, দীঘলবাক বাজার কমিটির সভাপতি গোলজার মিয়া, দীঘলবাক উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক শায়েস্তা মিয়া জায়গীরদার, নিজামুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ক্বারী আব্দুস সালাম, স্কুলের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আজীজুল হক শিবলী, বনকাদীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আব্দুল আজীজ, শিক্ষানুরাগী সিতারা বেগম, শাহিনা আক্তার মায়া, সাহিত্য কর্মী শুয়াইব আহমদ শিবলু, শেখ আল আমীন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি বিতরনের পর শিক্ষা, সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আটজন গুণী ব্যক্তিকে বাদশা মিয়া ফাউন্ডেশন ইউকে. সম্মাননা স্বারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- সমাজসেবায় এমএ.মনিম চৌধুরী বাবু এমপি, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতিতে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, আর্থসামাজিক উন্নয়নে দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ(এওলা মিয়া), বিদায়ী শিক্ষক সম্মাননা দীঘলবাক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শায়েস্তা মিয়া জায়গীরদার, নিজামুল ইসলাম ও প্রবাস থেকে সমাজসেবায় ক্বারী আব্দুস সালাম।


     এই বিভাগের আরো খবর