,

আগের মত নেই পদ্মা

সময় ডেস্ক ॥ বাংলাদেশের বড় নদীগুলোর মধ্যে পদ্মা একটা। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। আমাদের স্কুলের বইয়েও তাই লেখা আছে। কিন্তু এখন পদ্মার রূপ দেখলে অনেকেই বিশ্বাস করতে পারবে না। পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা ১,৫৭১ ফুট এবং গড় গভীরতা ৯৬৮ফুট। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মায় ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা। পদ্মার মাঝে মাঝে জেগে উঠেছে চর। দেখলে মনে হয় বড় মাঠে কেউ ছোট বড় পুকুর বানিয়েছে। তবে বর্ষায় এর অবস্থা এতোটা খারাপ থাকে না। এই অপরূপা পদ্মার তীরে হাজার হাজার বসতি গড়ে উঠেছে। এতে পদ্মা পাড়ের পরিবেশ নষ্ট হচ্ছে। আর চর পড়ার সুযোগে অনেকেই সেখানে ফসল আবাদ করছে। এভাবে দিন দিন পদ্মা তার মৌলিক সৌন্দর্য হারিয়ে ফেলছে। শুধু পদ্মা নয় বুড়িগঙ্গা, সুরমা তিস্তা এমন অনেক নদীই আমাদের সৃষ্ট দুর্যোগে নষ্ট হয়তে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর