,

ঢাকা-সিলেট রেলওয়ে সড়কের লস্করপুর রেল ব্রীজটি ঝুঁকিপূর্ণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রেলওয়ে সড়কের লস্করপুর রেল ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় ভেঙ্গে ভয়াবহ দূর্ঘটনাসহ সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করা হচ্ছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের উদ্যোগ নিচ্ছে না। প্রতিদিন আন্তঃনগর ট্রেন জয়ন্ত্রিকা, পাহাড়িকা, উদয়ন, কালনী, সুরমা, জালালাবাদসহ ১৫-২০টি ট্রেন এ ব্রীজের উপর দিয়ে চলাচল করছে। ট্রেন যখন ঝুঁকিপূর্ণ ব্রীজটি অতিক্রম করে তখন রেল লাইনের স্লিপারগুলো অটো কাপঁতে থাকে। এতে করে ব্রীজটি যে কোন সময় ভেঙ্গে দূর্ঘটনাসহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সরেজমিনে দেখা যায়, ব্রীজটি খুব নাজুক অবস্থায় রয়েছে। ব্রীজের পাটাতনের স্লিপারগুলোতে বাঁশ দিয়ে মেরামত করা হচ্ছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাষ্টার জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর