,

প্রাণি সম্পদ সেবা সপ্তাহের আলোচনা সভায় এমপি আবু জাহির – আধুনিক খামার প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণিজ আমিষের ঘাটতি পুরণ সম্ভব

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ আবু জাহির বলেছেন, প্রাণি সম্পদের যথাযথ পরিচর্যা, উন্নত ও আধুনিক খামার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রাণিজ আমিষের ঘাটতি পুরণ সম্ভব। হবিগঞ্জ জেলায় পর্যাপ্ত পরিমাণ আমিষের যোগান রয়েছে। এখন প্রয়োজন এসবের সুষ্ঠু ও মান সম্পন্ন উৎপাদন। তিনি দেশীয় মুরগীর উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি গতকাল রোববার সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগ আয়োজিত “প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক সাবিনা আলম অনুষ্ঠানে সভাপতিত্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কুদ্দুছ আলী সরকার, সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়তুন-নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফজলুর রহমান। আলোচনা শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইছহাক মিয়া। “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্র“তি সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্য নিয়ে ২৩-২৭ ফেব্র“য়ারি আয়োজিত সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচিতে বিনামুল্যে গবাদি প্রাণির টিকা প্রদান ও চিকিৎসা, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডিম খাওয়ানো এবং জেলা কার্যালয়ে প্রাণি সম্পদ মেলার আয়োজন করা হয়। খামারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক মেলায় উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ বিভাগ জানায়, জেলায় পোল্ট্রি শিল্পে ব্যাপক প্রসার ঘটলেও দুধের প্রচুর ঘাটতি রয়েছে। জেলায় বার্ষিক ডিমের চাহিদা গড়ে জনপ্রতি ১০৪টি থাকলেও ৯০টি ডিম পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় ৪ লাখ গবাদিপশু এবং ২৫০টি গরুর খামার রয়েছে।


     এই বিভাগের আরো খবর