,

নবীগঞ্জে ৩দিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু : বই মানুষের অমূল্য সস্পদ- এমপি মুনিম চৌধুরী বাবু

জসিম তালুকদার/নাবিদ মিয়া ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। গতকাল বিকাল ৪টায় একুশে বই মেলার উদ্ভোধন করেন কবি আসাদ চৌধুরী ও একুশের স্মারক ”সূচনা” এর মোড়ক উম্মোচন করেন কবি হাসান হাফিজ। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেন, বই মানুষের অমূল্য সস্পদ। জ্ঞানের পরিধি বৃদ্ধিতে বইয়ের বিকল্প নেই। নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে এবারই প্রথম বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অমর একুশে বইমেলা সত্যিকার অর্থে সফল ও স্বার্থক হয়েছে। আজ প্রথম দিনেই বই প্রেমীদের পদচারনায় পরিপূর্ণ। প্রচুর বই বেচাকেনা হয়েছে আসুন আমরা সকলে ভাল কাজের উদ্যোগকে স্বাগত জানাই। এতে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক রাজ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর সুন্দর আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, সংরতি মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, বিজয়েরধ্বনির সম্পাদক আনিছুজ্জামান রতন, হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ্ আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি একাংশের সভাপতি মুরাদ আহমদ, অপর অংশের সভাপতি (একাংশ) এম.এ আহমদ আজাদ ও আরেক অংশের প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর মিয়া ও সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সিনিয়র স াংবাদিক সুবিনয় রায় বাপ্পি, শাহ মিজান আহমদ, মোঃ আবু তালেব, উত্তম কুমার পাল হিমেল, মতিউর রহমান মুন্না, মহিবুর রহমান তছনু প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর