,

নিজামপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক : দেশকে এগিয়ে নিতে হলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখতে হবে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। শিশু কন্যাদের লেখা পড়ার সুযোগ করে দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বাল্য বিবাহকে না বলতে হবে। মনে রাখতে হবে, যারা বাল্য বিবাহতে সম্মতি দিবে তারা জীবনে ভাল কিছু অর্জন করতে পারবে না। তিনি গতকাল বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও গন সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল। মোঃ মামুন মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য শেখ একে এম সুফি, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদ আলী মাস্টার, মোঃ রফিক মিয়া, আলহাজ্ব আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ছনু মিয়া, ইউপি সদস্য বাবুল শাহ, ইউপি সদস্য মোঃ সোহেল মিয়া, ইউপি সদস্য আব্দুর রউফ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর