,

আটক রজতের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি ফেইসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর ছবি পোস্ট

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে রজত রায় নামে আটককৃত যুবক আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপ্না বেগমের আদালতে সে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। গতকাল রাতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি তদন্ত ইকবাল আহমেদ। উলে­খ্য, নবীগঞ্জ উপজেলার মধ্যসমতপুর গ্রামের রণ রায়ের পুত্র রজত রায় স্থানীয় ইনাতগঞ্জ বাজারে মুদির ব্যবসা করে আসছে। গত কিছুদিন পুর্বে সে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবাশরীফকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে উত্তেজিত জনতা হামলা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে শান্ত করে রজতকে গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। পরে জনতার চাপের মুখে বিকেলে স্থানীয় চন্ডিপুর গ্রামের এক বাড়ি থেকে রজতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদাতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর