,

নবীগঞ্জের ক্ষুদ করিমপুর গ্রামে নকশা বদলিয়ে ব্যক্তি স্বার্থে ব্রীজ নির্মাণ : এলাকাবাসীর মধ্যে ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ক্ষুদ করিমপুর গ্রামের জামে মসজিদ ও গ্রামবাসীর একটি ব্রীজ ডিও লেটারের মাধ্যমে বরাদ্ধকৃত শেরখাই খালের উপর নির্মিতব্য একটি সেতু বে-আইনীভাবে নকশা বদলে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তার নিজস্ব বাড়ির সামনে নিয়ে যাচ্ছে। এনিয়ে গ্রামবাসী প্রতিবাদ ও বাঁধা প্রদান করলে প্রভাবশালী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। এব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপে কামনা করছেন এলাকাবাসী। জানা যায়, ক্ষুদ করিমপুর গ্রামবাসী তাদের মসজিদ ও গ্রামাবাসীর স্বার্থে হবিগঞ্জ- ১ আসনের সংসদ সংসদ্য এম এ মুনিম চৌধুরী বাবুর কাছে একটি আবেদন করেন। এরই প্রেক্ষিতে গত ২৭ আগষ্ঠ ১৬ইং ডিও লেটার প্রদান করেন সে অনুযায়ী মহা পরিচালক ও প্রকল্প ২০১৬-২০১৭ অর্থ বৎসরে গ্রামের রাস্তায় ১৫ মিটারের কমবেশী সেতু/কালভার্ট নির্মাণের নকশা সহ প্রাক্কলন অনুমোদন ক্রমে একটি স্মারক নং ৫১.০১.০০০০.০২৪.৪১.০১১.১৬/১৭১৬ তারিখ ০১.০৬.১৬ইং প্রেরণ করেন। ঐ সেতুর নকশা অনুযায়ী ক্ষুদ করিমপুর গ্রামের জামে মসজিদের নিকটবর্তী সেতু নির্মান করে ঠিকাদার ইদানিং সর্ব সাধারণের স্বার্থের পরিপন্থি জনৈক হাজী আব্দুল জলিল এর বাড়ির সামনে সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে ঐ সেতুর নির্মানের কাজ গত কয়েকদিন ধরে চলছে। এতে উক্ত গ্রামবাসীর কোন উপকার না আসাতে গ্রামবাসী যথাস্থানে সেতু নির্মানের জন্য ঠিকাদারকে বলা মাত্রই ঐ প্রভাবশালী লন্ডন প্রবাসীর লোকজনের সাথে এলাকাবাসীর বাকবিতন্ড শুরু হয়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এ নিয়ে ঐ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন। তাই প্রশাসনের উর্ধাতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপে কামনা করছেন ঐ এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর