,

মাধবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা ॥ সংঘর্ষে আহত ২৫

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা। সংঘর্ষে ২৫ জন আহত। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ফারুক মিয়ার সাথে আদম খানের জমিজমা নিয়ে দীর্ঘদিন দরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় ফারুক মিয়া এডিএম কোর্টে বিরোধীয় জমি নিয়ে মামলা করেন। মামলায় আসামীরা হল আদম খাসহ বেশ কয়েকজন। আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করেন। গতকাল ওই সময় মাধবপুর থানার এএসআই শরীফ উদ্দিন ১৪৪ ধারার নোটিশ নিয়ে সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে আদম খানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দখলে যায়। এতে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত অবস্থায় সরু রহমান, মুখলেছ মিয়া ও শাহীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া মুর্শেদ কামাল, শিরু মিয়া, নুরুল ইসলাম, তাউছ মিয়া, হানিফ মিয়া, শাহজাহান, আলকাছ মিয়া, মিজান মিয়া, ইসহাক মিয়া, মোজাম্মেল, খলিল, ইকবাল ও রউফকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর