,

নবীগঞ্জের জনতার বাজারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত : উত্তেজিত জনতার মহাসড়ক অবরোধ, ৪ ঘন্টার যানচলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে বাস চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা প্রায় ৪ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। জানাযায়, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারে রাস্তা পার হওয়ার জন্য মায়ের সাথে দাঁড়িয়ে ছিল গাবদেব গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে রাসেল মিয়া (৯)। এসময় চাঁদপুর থেকে সিলেটগামী (বিআরটিসি) পরিবহণের বাস ঢাকা মেট্রো (ব ১১-৫১৬২) অপর একটি বাসকে ওবারটেক করতে গিয়ে শিশু রাসেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই শিশু রাসেল এর মৃত্যু হয়। বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা গোপলার বাজার রুস্তমপুর টোলবক্সে ঘাতক বাসটিকে আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। এসময় স্থানীয় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পয়ে ঘটনাস্থলে ছুটে যান নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল ভৌমিক, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ সহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ। পরে উত্তেজিত জনতার সঙ্গে একাধিক বার কথা বলার পর রাত ৯টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স¦াভাবিক হয়। নিহত শিশু রাসেল মিয়া গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।


     এই বিভাগের আরো খবর