,

নবীগঞ্জে ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে সাহেদ মিয়া (২০) নামের এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক জিতেন্দ্র কুমার নাথ ইভটিজিংয়ের অপরাধে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী নবীগঞ্জ উপজেলার জন্তুরী গ্রামের মৃত আলী আমজদ আলীর পুত্র। জানা যায়, গত সোমবার বিকেলে বখাটে সাহেদ মিয়া নবীগঞ্জ হিরামিয়া গার্লস হাইস্কুলের ৭ম শ্রেণীর জনৈক ছাত্রীর পিছু নিয়ে নবীগঞ্জ সদর ইউনিয়নের হালীতলা-বারৈইকান্দি গ্রামে ওই ছাত্রীর বাড়ী পর্যন্ত যায়। এসময় বখাটে সাহেদ মিয়া ওই ছাত্রীকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় জনতা ওই বখাটে যুবককে আটক করে নবীগঞ্জ থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ওই বখাটকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র কুমার নাথ স্বাক্ষ্য প্রমান ও আসামীর স্বীকারোক্তি মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর