,

আইপিইউ ভুক্ত নারী সাংসদ সম্মেলনে কাজের দায়িত্ব পেলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ এই প্রথমবারের মতো আইপিইউ ভুক্ত বিভিন্ন দেশ থেকে আগত নারী সাংসদদের নিয়ে বাংলাদেশে ডড়সবহ গঢ়’ং গববঃরহম (নারী সাংসদ সম্মেলন) হতে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন ও বিশ^ায়নের দুনিয়ায় আরো দায়িত্বশীল জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে, এবারের আইপিইউ ভুক্ত ডড়সবহ গঢ়’ং গববঃরহম (নারী সাংসদ সম্মেলন) সম্মেলনটি গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে মনে করেন, সিপিএ চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। এতে যোগ দিতে আগামী ১-৫ তারিখে ১৩৬তম এসমেলি অনুষ্ঠানে সারা বিশ^ থেকে নারী এমপিরা আসবেন। উক্ত কার্যক্রম সম্পূর্ন করার লক্ষ্যে ডড়সবহ গঢ়’ং গববঃরহম (নারী সাংসদ সম্মেলন) এর উপ-কমিটিতে ১১জন নারী সংসদ সদস্য নিয়ে, একটি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে হবিগঞ্জ-সিলেটের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে অর্ন্তভুক্ত করেছেন স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী । গতকাল ৩টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটিতে অর্ন্তভুক্ত হওয়া অন্যান্যরা হচ্ছেন, সংসদ এমপি বেগম সাগুফতা ইয়াসমিন, বেগম নূর ই-হাসনা লিলি চৌধুরী এমপি, বেগম ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, বেগম মাহজাবীন মোরশেদ এমপি, বেগম রওশন আরা মান্নান এমপি, মোছা: সেলিনা জাহান লিটা এমপি, বেগম হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, বেগম সেলিনা বেগম এমপি, বেগম মাহজাবিন খালেদ এমপি, বেগম ওয়াসিকা আয়শা খান এমপি। উক্ত কমিটিতে অন্তর্ভূক্ত হয়ে, এমপি কেয়া চৌধুরী সিপিএ চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আইপিইউ ভুক্ত সকল নারী সংসদ সদস্যদের সাথে পরিচিত ও ব্যাপক পরিষরে কাজ করার সুযোগ হওয়ায়, আমার অনেক কিছু জানার ও শেখার সুযোগ হবে। নিশ্চয় এটি আমার রাজনৈতিক কর্মকান্ডে প্রভাব পড়বে।


     এই বিভাগের আরো খবর