,

মাদক ও জঙ্গিবাদ দূর করতে সকলের সহযোগিতা প্রয়োজন- ওসি আতাউর রহমান

স্টাফ রিপোর্টার ॥ গত বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার তাহিরপুর মাদ্রাসা বাজারে এলাকার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ দবির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও কুর্শি ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলুর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল ও কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুহিতুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন, কুর্শি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মুস্তাহিদ মিয়া, তাহিরপুর এন ই এস আলিম মাদ্রাসা গর্ভনিং বডির সদস্য আঃ আজাদ, সাবেক ইউপি মেম্বার আবু সোলেমান ও উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন, কুর্শী ইউনিয়ন যুবলীগ নেতা ইকবাল হোসেন, নবীগঞ্জ পৌর যুবলীগ নেতা দেওয়ান জাবেদ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, আশিক মিয়া, মশাহিদ আলী, আজাদ মিয়া, নূর মিয়া, আবুল কালাম, শেখ আবুল কাছ সিদ্দিকী, সামসুল হক, সাদিকুর রহমান, জুনাব আলী, কয়েস চৌধুরী, হাফেজ আতাউর রহমান, তাজুল ইসলাম, মোঃ ইলিয়াছ উদ্দিন, কামরুল চৌধুরী, বাবুল আহমেদ চৌধুরী, তারেক আহমেদ চৌধুরী, ফরহাদ আহমেদ, সুমন চৌধুরী, সেলিম আহমেদ, দুলাল আহমেদ, ফরহাদ আহমেদ চৌধুরী ,কাওছার কবির, আহমেদ জাকারিয়া, শেখ জহির হোসেন সিদ্দিকী, ইফতিখার আহমেদ, সুয়াইব আহমেদ, রুবেল আরমান, রুহুল আমিন, নুরুল ইসলাম মিলন, হাজী মোঃ সাইমুল্লাহ, হাজী আব্দুল আলীম, তোফায়েল আহমেদ, ফুল মিয়া, ময়নুল হোসেন, সিহাব আহমেদ, মোঃ রফিক মিয়া, সুলেমান মিয়া, আব্দুল আলী, আব্দুর রহমান ম্যানেজার, আহমেদ জহিন, ময়নুল হক, সোহাগ মনি, জুবেদ মিয়া, শিপন মিয়া, মাহফুজ আহমেদ, মশাহিদ মিয়া প্রমূখ। সভায় ওসি আতাউর রহমান দেশের সার্বিক উন্নয়নে আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, মাদক ও জঙ্গীবাদ হচ্ছে আমাদের সমাজের একটি ভয়াবহ ব্যাধি। এ মহারোগ থেকে মুক্তি পেতে আমাদেরকে সম্মিলিত ভাবে ঝাপিয়ে পড়তে হবে। তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সুন্দর ও উন্নত রাষ্ট্র বিনির্মানে দেশের দল মত সকল শ্রেনী পেশার জন মানুষকে সততা, ন্যায়, নিষ্ঠা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার পরিচয় প্রদান করতে হবে। তিনি আরো বলেন, নবীগঞ্জবাসীকে সাথে নিয়ে একটি সর্ব প্রকার অপরাধ মুক্ত নবীগঞ্জ থানা এলাকা প্রতিষ্ঠায় আমি প্রতিশ্র“তিবদ্ধ।


     এই বিভাগের আরো খবর