,

হবিগঞ্জ জেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা পশাসক মোঃ শফিউল আলম। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আহমেদ, সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বছির আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলিছুর রহমান প্রমূখ। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম বলেন-আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস নিজ দায়িত্বে স্বাধীনতা পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জঙ্গি কিংবা স্বাধীনতা বিরোধীরা কোন ধরণের বিশৃংঙ্খলা না ঘটাতে পারে এ জন্য পুলিশসহ সকলকে সর্তক থাকতে হবে। তিনি আরো বলেন-চালকদের দায়িত্বে অবহেলার কারণে ইদানিং ঘনঘন সড়ক দুর্ঘটনা ঘটছে। এজন্য পরিবহণ মালিকরা চালকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষও সচেতন করে তুলতে হবে। সভায় আগামী বৈশাখের ধান কাটা নিয়ে কোন ধরণের দাঙ্গা-হাঙ্গামা যাতে না হয়, এ জন্য সহকারি পুলিশ সুপারকে সার্বিক তদারকি করার জন্য নির্দেশ দেয়া হয়। সভায়-পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, জঙ্গিদের অবস্থার কোথায় লক্ষ করলে সাথে সাথে পুলিশকে অবগত করতে হবে। তিনি বলেন- হবিগঞ্জে গত মাসে ৫২টি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে হবিগঞ্জ জেলা মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে। তিনি বলেন-মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে যদি পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে তখন পুলিশকে গুলি করে হলেও তাদের গ্রেফতার করতে হবে। সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ বলেন- হবিগঞ্জে লাখাই ও আজমিরীগঞ্জে বিচ্ছিন্ন দুটি খুনের ঘটনা ঘটেছে। বানিয়াচঙ্গ-শিবপাশা সড়কের আঞ্জন এলাকায় ও বিশপাশা- ঘরদাই’র সড়কের ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটছে। সম্প্রতি রোগী বহনকারী এ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তিনি পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেন। তিনি বলেন-ইদানিং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালাল ও ছিনতাইকারী উৎপাত বৃদ্ধি পেয়েছে। তারা সুযোগ বুঝে ও রোগীদের সাথে সখ্যতা ঘরে সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর