,

বাহুবলে দাঙ্গায় ফুটবলের ফাইনাল ম্যাচ পন্ড

বাহুবল প্রতিনিধি \ বাহুবলের ফতেহপুর ফুটবল দাঙ্গায় পন্ড হয়ে গেছে ফাইনাল ম্যাচ। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন দর্শক। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর-আলাপুর-শ্যামপুর গ্রামের যৌথ উদ্যোগে ‘ফতেহপুর ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়। বুধবার এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। চকহায়দর শততা স্পোর্টিং ক্লাব বনাম স্নানঘাট একাদশের মাঝে যথা সময়ে খেলা শুরু হয়। খেলার দ্বিতীয়ার্ধের শেষ সময়ের কয়েক মিনিট পূর্ব পর্যন্ত ২-১ গোলে চকহায়দার শততা স্পোর্টিং ক্লাব এগিয়ে ছিল। খেলা চলাবস্থায় স্নানঘাট একাদশের পক্ষে ফাউলের দাবি নিয়ে হঠাৎ করে মাঠে প্রবেশ করে হৈ-হাল­া শুরু করেন সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম। এ অবস্থায় হট্টগোল দেখা দিলে অধিকাংশ দর্শক মাঠে প্রবেশ করে। এক পর্যায়ে এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে উলে­খিত পরিমাণ লোক আহত হয়। আহতদের মাঝে মালেক মিয়া (২৬), শুকুর মিয়া (৫০), আছাব আলী (১৮) কে বাহুবল হাসপাতাল এবং আরো কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর