,

হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো নার্সের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারো নার্সের অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে হাসপাতালের কতিপয় কর্মচারিদের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের পিতা সদর উপজেলার আউশপাড়া গ্রামের ব্যবসায়ী রাসেল মিয়া জানান, গতকাল সকালে তার স্ত্রী নিপা আক্তার (২০) প্রসব ব্যথা নিয়ে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত নার্স ইতি রাণী পরীক্ষা নিরীক্ষা করে বলেন, ডেলিভারীর সময় হয়ে গেছে। সিজারের প্রয়োজন হবে না। তিনি নিজেই নরমালভাবে ডেলিভারী করে দিবেন। তার কথামতো রাসেল রাজি হলে দুপুর সাড়ে ১২টার দিকে নিপাকে নিয়ে যাওয়ায় হয় ডেলিভারী রুমে। কিন্তু সিজার ছাড়া সন্তান প্রসব করাতে গিয়ে জোরজবরদস্তি করতে থাকেন নার্স। এক পর্যায়ে গৃহবধু নিপার মৃত সন্তান ডেলিভারী করানো হয়। এতে নিপার শারিরীক অবস্থার অবনতি ঘটতে থাকে। এ ঘটনা নিয়ে রোগীর সাথে আসা স্বজনরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে হাসপাতালের কর্মচারিদের সাথে। উত্তেজিত রোগীর স্বজনরা হাসপাতালের চেয়ার ছুড়াছুড়িতে লিপ্ত হন। এতে তোলকালাম কান্ড ঘটে হাসপাতালে। অনেক রোগী আতংকে দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে হাসপাতালের ডাক্তাররা ঘটনাস্থলে গিয়ে আশ্বাসের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন। ভুক্তভোগীদের অভিযোগ গত ১ মাসে হাসপাতালে ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে। আর কত নবজাতক মারা গেলে অপচিকিৎসা বন্ধ হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকের মা নিপা আক্তারের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর