,

হবিগঞ্জের বিয়াম স্কুল পরিদর্শনে দুই সচিব : শিক্ষা প্রসার ও ক্যাম্পাস সৌন্দর্য্য বর্ধন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ও সিলেট বিভাগীয় সাবেক কমিশনার এন এম জিয়াউল আলম এর হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলে আগমন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ঠ বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘আমি জন্মেছি বাংলায়’ এমন চেতনামূলক শ্লোগান নিয়ে বিয়াম কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও জেলার সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, এডিসি (জেনারেল) মোঃ এমরান হোসেন, এডিসি (রেভিনিউ) মোঃ রোকন উদ্দিন, বিজ্ঞ এডিএম মোঃ ফারুক উদ্দিন আহমেদ, নবীগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। অনুষ্ঠানের শুরুতেই হবিগঞ্জে বিয়াম স্কুল প্রতিষ্ঠায় জেলার সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, মনীন্দ্র কিশোর মজুমদার, জয়নাল আবেদীন সহ বর্তমান জেলা প্রশাসক সাবিনা আলমের নানা অবদানের কথা স্মরন করে প্রধান অতিথি জিয়াউল হক সহ অন্যান্য অতিথিরা আলোকপাত করেন এবং সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদেরকে শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ভালবাসা প্রদর্শন করতে হবে। আপনারা বেতনও নেন। তাই মায়ের মমতা ও দায়িত্ববোধ থেকে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যথাযথ পাঠদানের মাধ্যমে তাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলে রাষ্ট্রের বড় বড় পদে অধিস্থিত করার সুযোগ দিতে হবে। প্রধান অতিথি জিয়াউল আলম বিয়াম স্কুলের সার্বিক উন্নয়নে তার বর্তমান অবস্থানকে কাজে লাগাতে স্কুল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়ে এই বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এদিকে আলোচনা সভা শেষে সচিব জিয়াউল আলমের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে দেশাত্মবোধক সহ অন্যান্য সঙ্গীত এবং নৃত্য-আবৃত্তি উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া প্রধান অতিথি সচিব জিয়াউল হক, যুগ্ম সচিব মাহমুদ হাসান ও জেলা প্রশাসক সাবিনা আলম সংশ্লিষ্ঠ বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ৩ টি গাছের চারা রোপন করা সহ পুরো বিদ্যালয় ভবন এবং তৎসংশ্লিষ্ঠ প্রাঙ্গন ঘুরে দেখার পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের নিয়ে চা-চক্রেও অংশ নেন তারা। এসময় সংশ্লিষ্ঠ স্কুলের সার্বিক অগ্রগতি ও সমস্যা সর্ম্পকে স্কুলের পক্ষে প্রিন্সিপাল সৈয়দা রওশন সুলতানা, অভিভাবকদের পক্ষে সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন এবং জেলা প্রশাসক সাবিনা আলম প্রধান অতিথি জিয়াউল আলমের নিকট বক্তব্য তুলে ধরেন। এতে প্রধান অতিথি সকল প্রকার সমস্যা সমাধানে তার আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে সংশ্লিষ্ঠ বিদ্যালয়ে সচিব জিয়াউল হক, যুগ্মসচিব মহিমুদ হাসান ও জেলা প্রশাসক সাবিনা আলমকে পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে-উদ্বেলিত হয়ে উঠেন।


     এই বিভাগের আরো খবর