,

নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী সামছু মিয়ার মাতার দাফন সম্পন্ন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ বাজারের নুরানী মার্কেটের বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ সামছু মিয়ার মাতা ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর হাবিবুর রহমানের বড় মামি রহিমা বেগম (৯০) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটের সময় বাউসা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি ৪ পুত্র ২ কন্যা সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা বাউসা ঈদগাহ ময়দানে মরহুমার বিশাল জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজের পূর্বে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমার ছোট ছেলে মোঃ সামছু মিয়া, বড় মেয়ের জামাই হযরত মাওঃ ইব্রাহীম মিয়া, মাওঃ মোশাহীদ আলী, মাওঃ শাহনুর হোসেন আজাদী, মাওঃ রুহুল আমিন, মাওঃ ফজলুর রহমান তালুকদার। হাজারো মানুষের অংশগ্রহনে বিশাল এ জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার আত্তিয় দাঊদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ১৩নং এলাকার পরিচালক শফিকুর রহমান শফিক, বাউসা ইউপি বিএনপির সভাপতি মোঃ কাওছার আহমেদ, লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি স্থানিয় মেম্বার আল-হেলাল আহমেদ, হাজারি কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হাজি মনজুর হোসেন মুকুল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজি তৈয়ব উল্লাহ, বাউসা যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন, সাবেক মোতায়ল্লী হাজি আব্দুল মোতালিব, বাউসা যুব সংঘের উপদেষ্ঠা বাছিতুর রহমান চৌধুরী, ইউপি যুবলীগের যুগ্ন আহবায়ক আলমগির হোসেন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মোর্শেদ আলী সবুজ, বাউসা যুব সংঘের সহ সভাপতি শাহ সেলিম আহমেদ, শাহ মিশু আহমেদ, আয়ান ক্যাবল টিভির পরিচালক আলমগির আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ও যুব সংঘের সহ-সভাপতি ফরহাদ হাসান বাবু, মেরিট টিচিং সার্ভিস সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ মঈনুল ইসলাম সহ নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, সাংবাদিক, মুরুব্বিয়ান যুবসমাজ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর