,

নবীগঞ্জে সাংবাদিক মুরাদ আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ শালিস বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (একাংশ) মুরাদ আহমদ আহত হওয়ার ঘটনাটি নিষ্পত্তির লক্ষ্যে আজ শালিস বৈঠক বসছে। নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০.৩০ ঘটিকায় শালিস বৈঠকের কার্যক্রম শুরু হবে জানাগেছে। আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী ও সহ-সভাপতি ছাদ উল্লাহ মধ্যস্থতায় এ শালিস বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে গত ২৭ ফেব্র“য়ারী সাংবাদিক মুরাদ আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে শহরের নতুন বাজার মোড়স্থ নূরানী মার্কেট থেকে জোর পূর্বক অপহরণ করে মধ্য বাজারে অবস্থিত ৮নং নবীগঞ্জ সদর ইউপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিয়ে যায়। এ সময় তারা সাংবাদিক মুরাদ আহমদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। ১২-১৫ জন সন্ত্রাসীর বেদম মারপিটে সাংবাদিক মুরাদ আহমদ জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা নির্বিগ্নে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত সাংবাদিক মুরাদ আহমদকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ২ দিন পর এখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ সহ হবিগঞ্জ জেলার সাংবাদিক রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম.এ.মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, সময় পত্রিকার সম্পাদক ও কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ৯নং বাউসা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, কাউন্সিলর জাকির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ আহত সাংবাদিক মুরাদ আহমদ কে দেখতে হাসপাতালে ছুটে যান।


     এই বিভাগের আরো খবর