,

বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন -এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরী কর্তৃক কোটি টাকার বরাদ্দে জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রাজরাণী সুভাষিনী বালিকা উচ্চবিদ্যালয়ে তিন তলায় ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তৃণমূলকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এসব উদ্বোধন করেন। পরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করেন। সভায় এমপি কেয়া চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, এমপি হবার পর এ স্কুলে এসেছিলাম। এরপর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে একের পর এক বরাদ্দ এনে দিয়েছি। এ বরাদ্দে নতুন ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শহীদ মিনার, টিনের ৩টি শ্রেণি কক্ষ, সৌর বিদ্যুৎ স্থাপনসহ শ্রেণিকক্ষের আসবাবপত্রে’র উন্নয়ন হচ্ছে। এছাড়া আরও উন্নয়ন এনে দিতে, আমার চেষ্টা অব্যাহত থাকবে। তবে চাই মানসম্মত লেখাপড়া। এখানের প্রতিটি নারী শিক্ষার্থী সুশিক্ষা গ্রহণ করে মানব সেবায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মনে ধারণ করতে হবে, লাল সবুজের পতাকা। জয় বাংলা শ্লোগান ধরে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। তাই আজ দেশ এগিয়ে চলেছে। প্রতিষ্ঠাতা ও স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি কালী প্রসন্ন দাসের সভাপতিত্বে ও শিক্ষক মহসিন আলীর পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান, প্রধান শিক্ষক শাহ মোশাহিদ আলী, শিক্ষক মোঃ মনিরুজ্জামান প্রমুখ। গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্কুলের শত শত শিক্ষার্থী, অভিভাবকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর