,

শিক্ষার্থীদেরকে মুুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠতে হবে -মেজর (অবঃ) সুরঞ্জন

স্টাফ রিপোর্টার ॥ সব কিছু নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস নিয়ে বিতর্ক করা সমীচীন নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রক্তে ভেজা লাল সবুজের এই দেশকে গড়ে তুলতে হলে বিতর্কেও উর্ধ্বে উঠে কাজ করতে হবে। এজন্য প্রতিটি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধেও সঠিক ইতিহাস জানতে হবে। ৭১ এর চেতনায় গড়ে ওঠতে হবে শিক্ষার্থীদেরকে। গতকাল মঙ্গলবার উপজেলার করগাঁও ইউপির বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৩য়, ৪র্থ ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধেও গল্প বলা ও পাঠদান মাধ্যমে মুখ্য আলোচক হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন বীর মুক্তিযুদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার সার্বিক পরিচালনায় পাঠদান ও গল্প বলা অনুষ্ঠানে আরো স্মৃতিচারন ও আলোচনা করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধা মোঃ আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা সুমঙ্গল পাল, ও ভূবন চন্দ্র দাশ। ব্যতিক্রমী এই আয়োজেনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপানার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচকদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ওসমাজ সেবক মোঃ সুনুক মিয়া, সংগঠক মাহফুজুর রব রনি, ডা: কিরন সুত্রধর, সুকেশ শীল, অজন্তা বনিক, রাশেদা বেগম, অর্পনা সরকার প্রমূখ।


     এই বিভাগের আরো খবর