,

নবীগঞ্জে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা সভায় এমপি মুনিম চৌধুরী বাবু নতুন ভবন নির্মাণ সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে গতকাল রবিবার বেলা ২টায় স্থানীয় সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু কে এক বিশাল গনসংবর্ধনা দেয়া হয়েছে। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শকদিল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ সিরাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন স্কুল ছাত্র অমিত   পৃআচার্য্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, উক্ত প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির সদস্য নিরঞ্জন রায়, সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগি মহিবুর রহমান আপার, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী আব্দুস সুবহান, মশিক আলম (লন্ডন প্রবাসী), ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজ মিয়া, সহ-সভাপতি হাজী আব্দুস শহীদ, ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উদ্দিন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), যুবলীগ নেতা শেখ জামাল আহমেদ শাহিন আহমদ, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্য স্বপন চৌধুরী, যুব সংহতি নেতা অলিদুর রহমান অলিদ, আজিম উদ্দিন, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, যুবনেতা সাজ্জাদুর রহমান, ছাত্রসমাজ নেতা সুহেল আহমদ, আব্দুল মালিক খান প্রমূখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন অমিত আচার্য্য, নাবিলা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক বদরুল আলম। উক্ত সংবর্ধনা সভায় লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুস ছুবান চৌধুরী একটি কম্পিউটার, বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে সমাজ সেবক হাজী তোফাজ্জল হোসেন ২৫ হাজার টাকা ও আজিম উদ্দিন ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সভায় সংবর্ধিত ব্যক্তিত্ব ও প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি তার বক্তব্যে বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের প্রতিশ্র“তি ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সার্বিক উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।Nabi Pic 2


     এই বিভাগের আরো খবর