,

সিলেটে জঙ্গি হামলায় ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় নবীগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটে জঙ্গি হামলায় মহানগর ছাত্রলীগ নেতা অপুসহ ৪জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হওয়ার ঘটনায় নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জঙ্গি হামলায় ছাত্রলীগ নেতা অপু নিহত খবর পেয়ে গতকাল রাতে তাৎক্ষনিক ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে নবীগঞ্জ নতুন এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম রসূল চৌধুরী রাহেল, যুবলীগ নেতা পিকলু চৌধুরী, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খোর্শেদ আলম মফিজ, কাজী শিপু, ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী সালমান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন দেলোয়ার, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ্ ফয়ছল তালুকদার, বাবলু আহমেদ, রিপন দেব, সৈয়দ সোহাগ আলী, শেখ শিপন, আকমল হোসেন টিটু, মহিনুর রহমান, সৌরভ, সুমন মিয়া, মহিউদ্দিন রাজু, তোফায়েল আহমেদ, বুরহান মাসুম, আহমদ মিয়া, রাসেল, সাদ আহমেদ, জাকির, রাজন, জীবন, জয়, শামীম, জাকি, রুবেল আর.বি, মাহফুজ, সাজু, রাসেল, সুদীন দাশ, সবুজ দাশ, রাসেল শরীফ, প্রিটুল, দবিরুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, নুরুল ইসলাম, সৌরভ আহমেদ, সোহানুর রহমান সোহান, রুমান আহমেদ, শেপু, মাসুদ, সাফি আহমেদ, আপন, সানি, সাহেদ, রুবেল আহমেদ, মাসুদ আহমেদ, হাবিব, আবু তাহের সোহেল আহমেদ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তাগন স্বাধীনতার মাসে জামায়াত-বিএনপির ইন্ধনে জঙ্গি হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে জঙ্গি হামলায় মহানগর ছাত্রলীগ নেতা অপু সহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর