,

হবিগঞ্জে গণহত্যা দিবসে আলোচনা সভা : ২৫ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া ও পাকবাহিনীর বিচার দাবী : মুক্তিযুদ্ধ চেতনা পরিপন্থীদের তালিকা হচ্ছে

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ আন্তর্জাতিক স্বীকৃতি আদায় ও পাকিবাহিনীর বিচারের দাবী জানিয়ে শনিবার দুপুরে হবিগঞ্জে প্রথমবারের মতো পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা। জেলা প্রশাসন আয়োজিত সংশ্লিষ্ঠ কার্যালয় সভা কক্ষে এডিসি (জেনারেল) মোঃ এমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. আলহাজ্ব মোঃ আবু জাহির। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, আওয়ামীলীগ নেতা ও প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এড. মোহাম্মদ আলী পাঠান, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির সদস্য এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এএসপি (মিডিয়া) মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা এড. সালেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডিসি (রেভিনিউ) মোঃ রোকন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এ টি এম আজহারুল ইসলাম। সভায় বাংলাদেশ স্বাধীনের ৪৬ বছর পর ২৫ মার্চ কে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বাধীন সরকার ধন্যবাদ জানানোর পাশাপাশি ওই সময়ে ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পাকিস্থানী বাহিনীর অবিলম্বে বিচারকার্য শুরু এবং ২৫ মার্চকে আন্তজার্তিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি লাভে দ্রুত বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন আদায় সহ জাতিসংঘের নিকট তা তুলে ধরার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানানো হয়। এছাড়া মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী কোন কর্মকান্ড এমনকি রাজাকার আলবদর আলশামসদের পক্ষাবলম্বনকারী দোসর বা চাটুকাররা সরকারী-বেসরকারী দপ্তর সহ নানা অবস্থানে লুকিয়ে থাকলে তাদের চিন্তিত করার নির্দেশ এসেছে এবং তা করা হচ্ছে এমন বক্তব্য সাংবাদিক তুহিন তুলে ধরলে প্রধান অতিথি এমপি আবু জাহির তার বক্তব্যে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলেল প্রতি আহবান জানান। সেই সাথে প্রশাসনের অভ্যন্তরে এই ধরনের ব্যক্তির সন্ধান পাওয়া গেলে তা জেলা প্রশাসকের দৃষ্টিতে আনার জন্য আহবান জানান। তিনি জেলা প্রশাসককেও এইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। এদিকে এমপি জাহির এবং প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী শান্ত শহর হবিগঞ্জেও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য যে কোন সময় জঙ্গীরা তাদের কর্মকান্ড পরিচালনা করার চেষ্টা চালাতে পারে এমন আশংকায় জেলা ও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর