,

নবীগঞ্জে ঐতিহাসিক বাসন্তী মেলা অনুষ্ঠিত

শাহরিয়ার আহমেদ শাওন \ নবীগঞ্জে ঐতিহাসিক বাসন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নবীগঞ্জ কানাইপুর মাঠে মেলা অনুষ্টিত হয়। বাসন্তী মেলা টি যুগের পর যুগ ধরে চলে আসছে তাই এই মেলাকে ঐতিহাসিক মেলা হিসাবে শীঘ্রতী দেওয়া হয়। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ সমাগম করেন। মেলায় বিভিন্ন ধরনের দোকান পাট বসে এর মধ্যে খেলনার দোকান, রেস্টোরেন্ট, মিষ্টির দোকান, সবজির দোকান, কাটমালের দোকান বিভিন্ন বাহারী দোকান সাজিয়ে বসে। মেলায় ঘুরতে আসা আমীর আলীর সাথে মেলা বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমার বাপ দাদার আমল থেকে এই মেলাটি দেখে আসছি মেলাটি বছরে একবার আসে তাই মেলার আগমন ঘটলে মনের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। মেলায় কানাইপুর, রাজাবাদ, রাজনগর, হরিপুর নোয়াগাও, আদিত্যপুর এলাকার বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ মেলাকে উপভোগ করার জন্য আসে।


     এই বিভাগের আরো খবর