,

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে দারুল হিকমাহ ইসলামিয়া আলিম মাদরাসায় ডিজিটাল ম্যানেজমেন্ট চালু

প্রেস বিজ্ঞপ্তি \ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের কর্মসূচী বাস্তবায়নে নবীগঞ্জের দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় ডিজিটাল ম্যানেজমেন্ট চালু করা হয়েছে। গত ১লা মার্চ সফটওয়্যার কোম্পানী নেটিজেন আইটি লিমিটেডের সাথে চুক্তি সম্পাদনের পর গত ১৫ মার্চ থেকে ডিজিটাল ক্যাম্পাস চালু হয়েছে। শিক্ষাথী ও শিক্ষক-কর্মচারীদের ডাটা, ক্লাশ ও পরীক্ষা রুটিন, ডিজিটাল আইডি কার্ড, এডমিট কার্ড, সিট প্ল্যান, অনলাইন নোটিশ, পরীক্ষার ফলাফল প্রসেসিং ও পাবলিশিং শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা সহ যাবতীয় ব্যস্থাপনা অনলাইন ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা শুরু হয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইলে এসএমএস যাচ্ছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধান মাদরাসার সকল অভিভাবকের প্রতি এসএমএস পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর