,

সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় বদরুজ্জামান ছানুকে সম্মাননা প্রদান

সংবাদ দাতা \ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ভাবে পালিত হয়েছে। সারাদেশের ন্যায় ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি ইউনিয়ন পরিষদের সামনে দি সান সাইন কে.জি এন্ড হাই স্কুলে বাঙ্গালির জাতীয় জীবনে রক্তয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গতকাল ২৬ শে মার্চ রবিবার এই গৌরবময় দিনে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ঝাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। এ সময় ১৯৭১ সালের মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনী ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুজ্জামান ছানুকে বিগত দিনে সমাজের উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় দি সান সাইন কে.জি এন্ড হাই স্কুলের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এ সময় প্রধান শিক্ষক আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও শিক্ষক তোফাজ্জল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক ও চ্যানেল এস নভীগঞ্জ প্রতিনিনিধি বুলবুল আহমদ, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সুলতান মাহমুদ, ডাঃ নিজামুল হক চৌধুরী, আনন্দ সংগীত একাডেমীর সভাপতি খালেদ আহমদ, সহ-সভাপতি মাসুদ খান, অর্থ সম্পাদক রোমন আহমদ, জুয়েল আহমদ, শিক্ষক আঙ্গুর মিয়া, ইমরান আহমদ, সায়মন আহমদ, শিক্ষিকা জায়েদা বেগম, ওসমানী স্মৃতি পরিষদের সদস্য মোঃ ওহিদুজ্জমান প্রমূখ।


     এই বিভাগের আরো খবর