,

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিংকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষে শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়া (৩০) নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা ও শুকড়িপাড়া হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। আহতরা হল আমজদ আলী (২৫), ইসমাইল (১৫), কাসম আলী (৩০), আরমান (৪৫), রহমত আলী (৫০), কামাল (৩৫), মর্তুজ আলী (৪০), ইয়াকুব (৫০) ও আসমত আলী (৫০)। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ও এসআই দৌস মোহাম্মদ নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর