,

গোপলার উচ্চ বিদ্যালয়ে হামলা ভাংচুরের ঘটনা সালিশে নিষ্পতি : জড়িতদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সভাপতি নির্বাচন নিয়ে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা ভাংচুরের ঘটনায় নয়মৌজার উদ্যোগে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা কয়েজ গাজীর সভাপতিত্বে গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, আব্দুল মোছাব্বির, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সালিশ বৈঠকে বিদ্যালয়ে হামলা ভাংচুরের সাথে জড়িতরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। সালিশ বৈঠকে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটিকে নিয়ে যাতে কোন রাজনীতি না করা হয় সেজন্য প্রধান শিক্ষকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। শারীরিকভাবে অসুস্থ থাকার কারনে শাহ মোস্তাকিম আলী সালিশ বৈঠকে উপস্থিত না থাকায় পরবর্তী বৈঠকে তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।


     এই বিভাগের আরো খবর