,

নবীগঞ্জ পৌরসভার ২ দিনব্যাপী পৌর কর মেলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ২দিন ব্যাপী পৌর কর মেলার। মেলায় পৌর কর-দাতাগণের সরব উপস্থিতি মেলাকে বিশেষায়িত করেছে। পৌর কর-দাতাগণ স্বতঃস্ফূর্তভাবে পৌর কর প্রদান করে পৌরসভার উন্নয়নে ভূমিকা রেখেছেন বলে মনে করে নবীগঞ্জ পৌর পরিষদ। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী মেলার শেষ দিনে নবীগঞ্জ পৌরবাসীর উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে বলেন, ‘নবীগঞ্জ পৌরসভায় এই দ্বিতীয় বারের মতো কর মেলায় আপনাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে কর মেলাকে প্রাণবন্ত করে তুলার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি আরও বলেন, ‘আপনাদের এ অনুপ্রেরণায় পৌরসভার সকল কর্মকাণ্ডে সাফল্য বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ তিনি সম্মানীত কর দাতাগণকে স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশ গ্রহন করে কর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি কর মেলায় নবীগঞ্জ উপজেলা পরিষদ, নবীগঞ্জ থানা, পৌর পরিষদ ও পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলকে মেলাকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী। মেলাকে প্রাণবন্ত করতে একে একে আসেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও হবিগঞ্জ সময়ের সম্পাদক মোঃ আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ২নং সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, ৩নং সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সাবেক সংরক্ষিত কাউন্সিলর ফুর্শিদা ইয়াসমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিঠু, প্রেসক্লাব সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সুবিনয় রায় বাপ্পি, হবিগঞ্জ সময়ের প্রকাশক ও বার্তা সম্পাদক সেলিম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নাবিদ মিয়া। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, পৌর সচিব মোঃ আজম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য-সহকারী মোঃ আবু মুছা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, সারেগামা’র সভাপতি বিন্দু সূত্রধর, নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, টিকাদানকারী বনানী দাশ, আছকির মিয়া, জুয়েল চৌধুরী সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মেলার শেষ দিনে বিকেলে অনুষ্ঠিত হয় সাহেল আহমেদ’র সঞ্চালনায় সারেগামার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীগঞ্জ এসবি মডার্ণ ডিজে প্রশিক্ষণ সেন্টার কর্তৃক নৃত্যানুষ্ঠান। সর্বশেষে অনুষ্ঠিত হয় মেলার সবচেয়ে আকর্ষনীয় পর্ব র‌্যাফেল ড্র। উক্ত র‌্যাফেল ড্রতে ২১ জনকে ৫টি ক্যাটাগরিতে লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। নম্বরগুলো হলো: ১ম পুরস্কার ১টি: ৪৩৭ নং, ২য় পুরস্কার ২টি: ১৭৬ ও ৫১৬নং, ৩য় পুরস্কার ৩টি: ৪৮৩, ৪৯ ও ৭০নং, ৪র্থ পুরস্কার ৫টি: ৫১০, ৩৭৬, ১৮২, ১৬৩ ও ৩৩৭নং এবং ৫ম পুরস্কার ১০টি: ৪৭৬, ৩২২, ৪৮১, ৩৪৬, ২৪৫, ৩৯১, ৫৯, ১৩৩, ৪৬৪ ও ১৪২নং। র‌্যাফেল ড্রতে বিজয়ী নম্বরগুলোর মধ্যে যারা এখনও পুরস্কার গ্রহণ করেন নি তাদেরকে পৌরসভা অফিস থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।


     এই বিভাগের আরো খবর