,

শোষিত, বঞ্চিত মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই -আলহাজ্ব জি, কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেছেন সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ সফলতা অর্জন করবে। জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০১৭ উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এক এডভোকেসী ও ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার পৌরভবনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেন হবিগঞ্জ শান্তির শহর। এ শহরের মানুষের মধ্যে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সম্প্রতি রয়েছে যা সারাদেশের মানুষ স্বীকার করেন। তারপরও কেউ কেউ মানুষকে কষ্ট দিয়ে চান। আমাকে দায়িত্ব থেকে দুরে রাখতে আমার বিরুদ্ধে বার বার ষড়যন্ত্র হয়েছে। আমার প্রতি অনেক অন্যায় হয়েছে, অনেক জুলুম হয়েছে। সময় হলে আমি হবিগঞ্জবাসীর কাছে সব খুলে বলবো। মেয়র বলেন, আমি দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করেছি বলেই কারাগারে থেকেও আমি বিপুল ভোটে জয়লাভ করেছি। অতীতে পৌরসভার কাজে পৌরবাসী আমাকে সহযোগিতা করেছেন বলেই এ বিজয় অর্জিত হয়েছে। এ জয় শুধু আমার একার নয়, বরং এ জয় পুরো হবিগঞ্জবাসীর। মেয়র বলেন এখনও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তবে আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন আমি যখন মেয়র হিসেবে শপথ গ্রহণ করি তখন রাষ্ট্রের স্বার্থে জনগনের কল্যাণ করার অঙ্গিকার করেই শপথ করি। ফলে আমি রাষ্ট্রের স্বার্থে দল-মত, ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের কল্যানে কাজ করতে চাই। অতীতে যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করেছেন এবারও আমি আপনাদের সহযোগিতায় ব্যতিক্রমী কর্মসূচী নিয়ে হবিগঞ্জ পৌরসভাকে দেশের শ্রেষ্ট পৌরসভায় পরিণত করতে চাই। মেয়র হিসেবে আমি কোন দল বা কোন ধর্মের প্রতিনিধিত্ব করি না। আমি সকল মানুষকে সাথে নিয়ে শোষিত, বঞ্চিত, নিপিড়িত মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই। কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন অতীতের মতো এবারও আপনাদের আন্তরিকতায় কৃমি সপ্তাহের কর্মসূচী সফলতা লাভ করবে। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর অর্পনা বালা পাল, পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লা শিকদার ও সদর হেলথ কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ দেবলীনা দাশ গুপ্ত। মার্চের ১ তারিখ হতে ৬ তারিখ পর্যন্ত সারাদেশের মতো হবিগঞ্জেও পালিত হবে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ। এ কর্মসূচীতে সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন ও এতিমখানার ৫ হতে ১৬ বছর বয়েসী ছাত্রছাত্রীকে কৃমির ঔষধ খাওয়ানো হবে। হবিগঞ্জ পৌরসভায় এ কর্মসুচীর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ছাত্রছাত্রী।


     এই বিভাগের আরো খবর