,

নবীগঞ্জের ডিলার অরবিন্দুর বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মোঃ জসিম তালুকদার ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ১০ টাকা কেজি দরের চাল ডিলার কর্তৃক আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মোঃ চুনু মিয়া গং গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সংশ্লিষ্ট ডিলারের বিরোদ্ধে অভিযোগ দাখিল করেছে। অভিযোগ ও সরেজমিন খোঁজ নিয়ে জানাযায়, সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ বাস্তবায়নে উপজেলার খাদ্য অধিদপ্তরের আওতায় হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণের জন্য প্রত্যেকটি ইউনিয়নে ২ জন করে ডিলার ও ২ জন করে তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়। এর মধ্যে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভবের বাজারের ডিলার হিসেবে অরবিন্দু রায় ও রসুলগঞ্জ বাজারের ডিলার হিসেবে মোজাহিদ আহমেদ শাহীনকে নিয়োগ দেয়া হয়। শুরু থেকেই ওই ডিলার চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছিল। এ ব্যাপারে ৮নং সদর ইউপির পশ্চিম তিমিরপুর গ্রামের হতদরিদ্র মহিলা স্বপ্না বেগম বাদী হয়ে ডিলার অরবিন্দু রায়ের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করলে মোজাহিদ আহমেদ শাহীন এর ডিলারশীপ বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ওই জায়গায় আব্দুল কাহার নামে এক ব্যক্তিকে নতুন ডিলার নিয়োগ দেয়। ওই সময় ডিলার অরবিন্দু রায় প্রভাবশালীদের কাছে তদবির করে বেঁচে গেলেও থামেনি তার দুর্নীতি ও অনিয়ম। নভেম্বর মাস থেকে নাম মাত্র চাল বিতরণ করে বাকী চাল আত্বসাৎ করে ডিলার অরবিন্দু। গতকাল শুক্রবার চাল বিতরণের তারিখ থাকায় হত দরিদ্র সরিষপুর গ্রামের মিন্টু মিয়া কার্ড নং ১৫৩, তাজেল মিয়া কার্ড নং ১৫২, ফারুক মিয়া কার্ড নং ১১৭, আঃ মছব্বির কার্ড নং ১০৭, ক্বারী আঃ মজিদ কার্ড নং ১১০, সফিক মিয়া কার্ড নং ১০৪, চুনু মিয়া কার্ড নং ১১২, খয়রুনেচ্ছা কার্ড নং ১৫৪, ছামিরা খাতুন কার্ড নং ১২০, আঃ হান্নান কার্ড নং ১১১, হারুন অর রশিদ কার্ড নং ১০৩, সকত কার্ড নং ১১৯, বেতাপুর গ্রামের নুর মিয়া কার্ড নং ১৩৪, জাহানা বেগম কার্ড নং ১৩৬, আঃ মতিন কার্ড নং ১৪৩, আবিদ মিয়া কার্ড নং ১৪১, শাহ আঃ রহিম কার্ড নং ১৫৯, আঃ মন্নান কার্ড নং ১৬১, আঃ হোসেন কার্ড নং ১২৬, নবীরুল ইসলাম কার্ড নং ১৪৮, রিপন মিয়া কার্ড নং ১৩৭, মালা বেগম কার্ড নং ১২৮, আতরজান বিবি কার্ড নং ১৩২, শিফা বেগম কার্ড নং ১৪৫, আফরুজ মিয়া কার্ড নং ১৫৮, আঃ বাছিত কার্ড নং ১৪৪, সাহেনা আক্তার কার্ড নং ১৪৭, সামনা বেগম কার্ড নং ১২৯, আমির উদ্দিন কার্ড নং ১৩০, মোজাহিদ মিয়া কার্ড নং ১৪০সহ অনেক হতদরিদ্র চাল আনতে ডিলার অরবিন্দু রায়ের দোকোনে যান। সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত অপেক্ষা করলেও তাদেরকে চাল দেয়া দুরের কথা তাদের সাথে অসদাচরণ করে ডিলার অরবিন্দু রায়ের ভাই ও তার সহযোগীরা। সরিষপুর গ্রামের মৃত ছুয়াব উল্লাহর পুত্র মোঃ নুর মিয়া ও গোজাখাইর গ্রামের মৃতঃ শরিফ উল্লাহর কন্যা ছায়েদা বেগম জানান, তাদের অনেকই দুই মাস চাল দেয়ার পর স্থানীয় ওয়ার্ড মেম্বারের সামনে নিয়ে যায় ডিলার অরবিন্দু রায়। পরবর্তিতে ফেরৎ দেয়ার আশ্বাস দিয়ে তাদের কার্ড নিয়ে যায় ডিলার অরবিন্দু কিন্তু পরে আর তাদের কার্ড ফেরত দেয়নি। এর পর থেকে তাদের কার্ড এবং চাল দেয়নি অরবিন্দু রায়। গতকাল শুক্রবার চাল বিতরণের নির্ধারিত তারিখে একইভাবে নামমাত্র কয়েকজনকে চাল দিয়ে বেশীরভাগ হতদরিদ্রদেরকে চাল দেয়নি ডিলার অরবিন্দু রায়। শুক্রবার বিকেলে সরিষপুর গ্রামের চুনু মিয়া গংরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এর প্রতিকার চেয়ে ডিলার অরবিন্দু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর