,

সকালে দায়িত্ব নিয়ে দুপুরে বরখাস্ত আরিফ

সময় ডেস্ক \ দীর্ঘ আইনী লড়াই চালিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসেছিলেন আরিফুল হক চৌধুরী। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দায়িত্বও পালন করেছেন সিলেটের নগরপিতা হিসেবে। সকালে বিশাল শোডাউন করে যান নগর ভবনে। মেয়রের চেয়ারে বসার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফের মেয়রের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এমন খবর আসে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন অ্যাক্ট উপ-সচিব মো. মাহমুদুল আলম কর্তৃক সিলেট সিটি করপোরেশনে একটি ফ্যাক্স বার্তা প্রেরণ করা হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, ‘আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা-৪/২০০৯ এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহিত হয়েছে। যে কারণে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯ এর ১২ উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সাময়িক বরখাস্ত করা হলো।’ ওই বিশেষ ট্রাইব্যুনাল মামলাটি হচ্ছে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের জীবদ্দশায় দিরাইয়ে একটি জনসভায় বোমা হামলার মামলা। ২০০৪ সালের ২১ জুন দুপুরে সুনামগঞ্জের দিরাই বাজারে একটি জনসভায় বোমা হামলার ঘটনা ঘটে।


     এই বিভাগের আরো খবর