,

পরিবহন শ্রমিক ধর্মঘটে সিলেট অচল ॥ ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

সিলেট প্রতিনিধি ॥ পরিবহন শ্রমিকদের অভ্যন্তরীণ সংঘষের্র জেরে সিলেটে ডাকা হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘট তদারকিতে সকাল থেকেই লাঠিসোঁটা হাতে রাস্তায় রয়েছে পরিবহন শ্রমিক নামধারী ব্যক্তিরা। যেন পরিবহন ধর্মঘট নয়, লড়াইয়ের প্রস্তুতিতে রয়েছেন তারা। এভাবেই সকাল থেকে লাঠিসোঁটা নিয়ে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মিছিল করতে দেখা যায় পরিবহন শ্রমিকদের। বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের সমর্থনে সকাল থেকে নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ন রশিদ চত্বরে অবস্থান গ্রহণ করে ধর্মঘটের সমর্থকরা। ধর্মঘটকারীদের বাধার মুখে সিলেট থেকে দূরপাল্লার  কোন যানবাহন ছেড়ে যায়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার যাত্রীরাও। অবশ্য নগরীর মধ্যে ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি। নগরীতে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ধর্মঘট সফল করতে বেলা ১১ টার দিকে কদমতলী বাস টার্মিনাল থেকে লাঠি মিছিল বের করে সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সমিতির সাধারণ সম্পাদক তেরা মিয়া ও বাস মালিক সমিতির নেতা মাখন মিয়ার নেতৃত্বে বের হওয়া লাঠি মিছিল নগরীর প্রবেশদ্বার ক্কীন ব্রীজ সংলগ্ন এলাকায় আসলে পুলিশি বাধার মুখে ফিরে যায় তারা। সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ নিয়ে সভা আহ্বান করা হয়েছে। আমরা জেলা প্রশাসেকর আহ্বানে সাড়া দিয়ে সেখানে যাব। আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরবো। উল্লেখ্য, গত শনিবার দুপুরে অটোরিকশা শ্রমিক কর্তৃক দেড় শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।


     এই বিভাগের আরো খবর