,

নবীগঞ্জের কোন জায়গায় যেন জঙ্গিরা আস্তানা গড়তে না পারে ১৫ দিনের মধ্যে ভাড়াটিয়াদের ফরম পূরণ করার নির্দেশ -এসপি জয়দেব কুমার ভদ্র

মোঃ সেলিম তালুকদার \ নবীগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে “জঙ্গিবাদ ও আইনশৃংখলা” বিষয়ক মতবিনিময় সভায় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, নবীগঞ্জের কোন এলাকায় যাতে জঙ্গিরা আস্তনা গড়তে না পারে সে জন্য বাসার মালিক ও পার্শ্ববর্তী এলাকার লোকদেরকে ভাড়াটিয়ার যাবতীয় তথ্যাদি সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোন ভাড়াটিয়াদের চলাফেরায় কারো কোন ধরণের সন্দেহ হয় তাহলে সাথে সাথে বিষয়টি আইশৃংখলা বাহিনীকে অবগত করতে হবে। পুলিশ সুপার বলেন, এলাকার কোন লোক যদি নিখোঁজ হয় বিষয়টি পুলিশকে অবগত করবেন। যারা জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িয়ে গেছে তাদের খোঁজে বের এনে ধরতে হবে এবং নতুন করে যাতে আর কেউ জঙ্গিবাদের জড়াতে না পারে সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। নতুন জঙ্গিদের এখনই ধরতে হবে যাতে পরবর্তিতে দেশের কোন জায়গায় হামলা বা হামলার পরিকল্পনা করতে না পারে। পুলিশ সুপার তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, এলাকার জন সাধারণকে সহজভাবে সেবা প্রদানের লক্ষ্যে তৃনমূল পর্যায়ে নিয়ে যেতে চাই এ জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের একটি কক্ষ ভিট পুলিশকে দেওয়ার আহবান জানান এবং এজন্য একজন এস.আইকে ইউনিয়ন ওয়ারী দায়িত্ব দেওয়া হবে, এখান থেকে যাতে করে জনগণ সহজে সকল ধরনের সেবা পেতে পারে। এ বিষয়ে আগামীকালের মধ্যে নবীগঞ্জ থানা ওসিকে নির্দেশ প্রদান করেন। তিনি আরোও বলেন, জেলায় পুলিশ নিয়োগ চলছে এক্ষেত্রে সকলের উদ্দেশ্যে বলেন, এখানে গরীব অসহায়, মেধাবীদের স্থান পাবে, কারণ ওই নিয়োগে কোন ধরণের তদবীর বা টাকার লেনদেন করা যাবেনা। যদি এক্ষেত্রে কোন ব্যক্তি বা নেতা বলেন নিয়োগে টাকা লাগবে তা ধরিয়ে দেওয়ার জন্য আহবান জানান। উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র আরো বলেন, জঙ্গিরা ২০০৫ সালের মতো সারা দেশে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে। তারা বিভিন্ন কৌশলে ধীরে ধীরে প্রতি এলাকায় বাসা ভাড়া নিয়ে নেটওর্য়াক তৈরী করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, বাংলাদেশে যারা জঙ্গি তৎপরাতা চালাচ্ছে তারা দেশের লোকাল জঙ্গি। তারা আইএস বা আর্ন্তজাতিক কোন জঙ্গি নয়। তবে বাংলাদেশে হামলার পরিকল্পনা এটা আর্ন্তজাতিক ষড়যন্ত্র। এর সাথে জড়িত দেশের অনেক মীর জাফর, বাংলাদেশে মীর জাফরের অভাব নেই। যারা ক্ষমতার বাহিরে তারা সরকারের পতন চায় তারা দেশের উন্নয়ন চায় না। গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজের আয়োজনে উপজেলায় পরিষদের হল রুমে “জঙ্গিবাদ ও আইন শৃংখলা” বিষয়ক মতবিনিময় সভায় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপরোক্ত কথাগুলো বলেন। তিনি ১৫ দিনের মধ্যে মেয়র, কাউন্সিলর, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণকে ভাড়াটিয়াদের ফরম পূরন করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান এবং ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় জঙ্গিবাদ ও আইনশৃংখলা উন্নয়নে সভা সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন ১০নং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ জাবেদ আলী, মুক্ত আলোচনায় ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা সদস্য রাজিয়া বেগম, ওয়ারিছা বেগম, সাবেক মহিলা সদস্য মরিয়ম বেগম, ৭নং করগাঁও ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ নুর মিয়া, ইউপি সদস্য মোঃ আব্দুল মুকিদ, কুর্শি ইউপি সদস্য মোঃ আল-আমিন, মোঃ ফজলু মিয়া, মোঃ শাহিনুর রহমান, মোঃ আলতাফ আলী, জায়েদ আহমদ চৌধুরী, আব্দুল কাদির, গ্রাম পুলিশের পক্ষে বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন,। উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, মোঃ আছাব আলী, নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পদক ও বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ, ১নং ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ, দীঘলবাক ইউপি চেয়ারশ্যান আবু সাঈদ এওলা মিয়া, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইমুদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মুহিবুর রহমান হারুন, প্যানেল মেয়র-১ এটি.এম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ পারুল আক্তার, কাউন্সিলর ও সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন, মোঃ সুন্দর আলী, মোঃ আব্দুস সালাম, প্রানেশ চন্দ্র দেব, মোঃ জায়েদ চৌধুরী, মোঃ কবির মিয়া, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা আক্তার, ১৩নং পল­ীবিদ্যুৎ এলাকার পরিচালক মোঃ শফিকুর রহমান, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক মতিউর রহমান মুন্না, যুবলীগ নেতা সোহাগ আলী প্রমুখ। এছাড়াও প্রতি ইউনিয়নের সাধারন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত আসনের মহিলাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর