,

হবিগঞ্জে জঙ্গি-সন্ত্রাসবাদ নির্মূলে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের দৃপ্ত শপথ

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও চৌকিদারদের নিয়ে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জে অনুষ্ঠিত হলো জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে এক মত বিনিময় ও আলোচনা সভা। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংশ্লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন এসপি জয়দেব কুমার ভদ্র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, মাহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি কবির, এডিশনাল এসপি মোঃ হায়াতুন্নবী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াছ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান-মেম্বারগণ। সভায় প্রধান ও বিশেষ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি বক্তারা, জঙ্গি হামলার দিক থেকে হবিগঞ্জ জেলাকে অত্যন্ত ঝুকিপূর্ণ জেলা হিসেবে আখ্যায়িত করে যে কোন সময় এমন বড় ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে জেলা শহর হবিগঞ্জ সহ প্রতি উপজেলাস্থ মসজিদ-মন্দির ও গীর্জাগুলোকে দ্রুত সিসি ক্যামেরা ও মেটাল ডিক্টেটরের আওতায় আনার জন্য সংশ্লিষ্ঠ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে অনুরোধ জানানো সহ জেলার প্রতিটি ইউনিয়ন, ওর্য়াডে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও চৌকিদারদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্ব-স্ব অবস্থান থেকে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে শপথ নেন।


     এই বিভাগের আরো খবর