,

গউছকে হজ্বে যেতে বাধা না দেওয়ার নির্দেশ

সময় ডেস্ক ॥ বরখাস্তাদেশ স্থগিত হওয়া হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে হজ্বে যাওয়ার জন্য তিন দিনের মধ্যে অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, যাত্রা পথে বিমানবন্দর পর্যন্ত তাকে যেন কোনও ধরনের হয়রানি না করা হয়, তা নিশ্চিত করতেও স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং ইমিগ্রেশন বিভাগের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। গউছের একটি রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ এ আদেশ দেন। তাকে বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ একদিন আগে স্থগিত করে হাইকোর্ট। আদালতে গউছের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তার সঙ্গে ছিলেন মাসুদ রানা। মাসুদ রানা সাংবাদিকদের বলেন, মেয়রদের বিদেশে যেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। তাই গত মাসে হজ্ব করতে যাওয়ার অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন মেয়র গউছ। কিন্তু কোনো জবাব না পেয়ে ২৯ মার্চ আইনি নোটিস দেন তিনি। এর কোনো কোনো জবাব না পাওয়ায় সোমবার হাই কোর্টে রিট আবেদন করেন গউছ।


     এই বিভাগের আরো খবর