,

এমপি মজিদ খানের হস্তক্ষেপে সালিশ বৈঠকের সিদ্ধান্ত : হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুরে বাসের ধাক্কায় যুবক নিহতের ঘটনায় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুরে বাসের ধাক্কায় রিপন রবিদাস (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে জনতা। এতে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ বিষয়টি সমাধানের লক্ষে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানের হস্তক্ষেপে সালিশ বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় এ সড়ক অবরোধ করা হয়। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুর নামকস্থানে মিনিবাসের ধাক্কায় একই উপজেলার হরিপুর গ্রামের স্বর্গীয় কানাই রবিদাসের পুত্র রিপন রবিদাস নিহত হয়। এ ঘটনার পরের দিন গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে ঘটনাস্থল অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে করে যান চলাচল প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকে। বিষয়টি জানতে পেরে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ও কুর্শাখাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ আরিফুল হক সেলিম বিষয়টি সমাধানের জন্য মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়ের সাথে ফোনে আলাপ করে সালিশ বৈঠকের সিদ্ধান্ত নেন। এর পর তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। সড়ক অবরোধে কুর্শাখাগাউড়া চেয়ারম্যান শাহ আরিফুল হক সেলিম, মেম্বার জসিম উদ্দিন, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার সভাপতি জীবন রবিদাস, সাধারণ সম্পাদক রঞ্জু রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঙ্গলাল রবিদাস (রঞ্জু), সাংগঠনিক সম্পাদক ছোট রঞ্জু রবিদাস, কোষাধ্যক্ষ সুনিল রবিদাস, প্রচার সম্পাদক বিরবল রবিদাস, দীপু ররিদাস, সুমন্ত রবিদাস, শান্ত রবিদাস, নিরঞ্জন রবিদাস, দিলীপ রবিদাস, কাঞ্চন রবিদাস ও আলীগঞ্জ রবিদাস পাড়ার যুবক ও মুরুব্বীয়ানসহ বিভিন্ন উপজেলার রবিদাস সমাজ কল্যান সংস্থার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর